স্বপ্ননগরী মুম্বইতে অনেকেই পা রাখেন বলিউডের স্টার হতে বা নিদেনপক্ষে প্রিয় তারকার সঙ্গে একবার দেখা করতে | অনেকেরই স্বপ্ন পূরণ হয় না | অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ বা শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’‚ এর সামনে হাজার হাজার ভক্ত তীর্থের কাকের মত দাঁড়িয়ে থাকে বিগ বি বা বাজিগরের এক ঝলক দেখা পাওয়ার জন্য |
শাহরুখ ভক্তরা অন্তত জীবনে একবার ‘মন্নত’-এ যাওয়ার স্বপ্ন দেখে থাকে | এমনও বহুবার হয়েছে যখন ভক্তরা নিরপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে ‘মন্নত’-এ ঢোকার চেষ্টা করেছে | আগে ‘মন্নত’-এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’ | শাহরুখ বদলে তা ‘মন্নত’ করেন | শাহরুখ এই রাজকীয় বাড়ি ১৩.৩২ কোটি টাকা দিয়ে এক গুজরাতি ভদ্রলোকের কাছ থেকে কিনেছিলেন | আর আজ এই বাড়ির দাম ২০০ কোটি টাকারও বেশি | কিন্তু অনেকেই জানে না ‘মন্নত’ প্রথমে কেনার কথা ছিল সলমন খানের | হ্যাঁ, ঠিকই শুনছেন |
সম্প্রতি এক কথা নিজের মুখেই জানিয়েছেন সলমন | উনি বলেন ওঁর কেরিয়ারের প্রথমদিকে ‘মন্নত’ কেনার জন্য অফার করা হয়েছিল ওঁকে | উনি মন ঠিক ও করে ফেলেছিলেন তা কিনবেন বলেন | কিন্তু বাধা দেন ওঁর বাবা সলীম খান | উনি সলমনকে বলেন ‘ এত বড় বাড়ি নিয়ে তুমি কী করবে?’ পরে এই বাড়ি কিনে নেন সলমনের বন্ধু শাহরুখ খান | ‘মন্নত’ শাহরুখের কাছে এতটাই প্রিয় যে উনি বলেছিলেন ‘যদি আমি কোনদিন কর্পদক শূন্য হয়ে যাই‚ সব বিক্রি করে দেব, মন্নত ছাড়া |’
১) শাহরুখ প্রথম থেকেই ঠিক করেছিলেন উনি কোনওদিন ফ্ল্যাট কিনবেন না | উনি নিজস্ব একটা বাড়ি বানাতে চেয়েছিলেন কারণ উনি নিজের জন্য আলাদা করে একটা প্রার্থনার ঘর চেয়েছিলেন | ‘মন্নত’ কেনার পর উনি নিজের ইচ্ছা অনুযায়ী ‘মন্নত’-কে সাজিয়ে তোলেন |
২) এই ছ’তলা ইমারতে দু’টো লিভিং রুম আছে | বিভিন্ন দেশের দুর্মূল্য অ্যান্টিক দিয়ে সাজানো এই বাড়ি | এছাড়াও এম এফ হুসেনের পেইন্টিং ও আছে | বাড়ির একটা তলা সম্পূর্ণরূপে প্লে-রুম বানানো হয়েছে | এছাড়াও আছে একটি লাইব্রেরি‚ একটি প্রাইভেট বার ও ছবি দেখার ঘর |
৩) এই রাজকীয় বাড়ির একটা অংশে আছে শাহরুখের অফিস | শাহরুখ ও গৌরী বাড়ির মধ্যে একটা বক্সিং রিং‚টেবিল টেনিস টেবিল ও একটা বড় সুইমিং পুল রাখতে চেয়েছিলেন | বলাই বাহুল্য ওঁদের সব ইচ্ছাই পূর্ণ হয়েছে |
৪) আগেই বলেছি এই বাড়ির আগে নাম ছিল ‘ভিলা ভিয়েনা’ | এই বাড়ি কেনার পর শাহরুখ বাড়ির নাম বদলে ‘জন্নত ‘ রাখতে চেয়েছিলেন | কিন্তু বাড়ি কেনা মাত্র ওঁর সব ছবি সফল হতে লাগল | তাই উনি বাড়ির নাম ‘জন্নত’ না রেখে ‘মন্নত’ রাখেন |
৫) আয়তন অনুযায়ী ২২৫ জন ব্যক্তি থাকতে পারবে এই বাড়িতে |
৬) এই বাড়ির কফি টেবিলে শোভা পায় এক জোড়া জুতো | শুনতে অবাক লাগলেও এটা সত্যি | গৌরী ইন্টিরিয়র ডিজাইনার টম ডিক্সনের একজন বড় ভক্ত | গৌরী নিজেও এই দেশের একজন বড় ইন্টিরিয়র ডিজাইনার | ওঁর মুম্বইয়ের স্টোরে টম ডিক্সনের ডিজাইন করা বেশ কিছু আসবাবপাত্র পাওয়া যায় | বাদ যায়নি ‘মন্নত’ ও | তবে মুখ্য আকর্ষণ কফি টেবিলে রাখা টম ডিক্সনের ডিজাইন করা এক জোড়া জুতো |