পূর্ব মেক্সিকোর ভারাক্রুজ অঞ্চল থেকে সপ্তাহখানেক আগে অপহৃত হন সুজানা কারেরা নামের একজন মহিলা | বন্ধুর বাড়ি থেকে নিজের সন্তানকে আনতে গিয়েছিলেন তিনি | ডোরবেল বাজানোর পরে দরজা খোলার অপেক্ষায় যখন দাঁড়িয়ে ছিলেন তখনই কোনও একজন ব্যক্তি তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে উধাও হয় | এই ঘটনা ধরা পড়ে সুজানার বন্ধুর বাড়ির নিকটবর্তী অঞ্চলের এক সিসিটিভি ফুটেজে |
এক সপ্তাহ পরে সুজানার শিরশ্ছেদ করা মৃতদেহ উদ্ধার করা হয় কোটজাকোলকস স্ট্রিট থেকে | সঙ্গে পাওয়া যায় একটি চিরকুট | যাতে লেখা ছিল যে সুজানার স্বামী অপহরণকারীদের দাবি করা টাকা না দেওয়ায় তাঁর এই পরিণতি হয়েছে | অপহরণকারীরা ৪ মিলিয়ান মেক্সিকান পেসো ( £১৬১‚০০০‚ ভারতীয় মুদ্রায় প্রায় দেথ লক্ষ টাকা ) দাবি করেছিল | চিরকুটটিতে লেখা ছিল সুজানার স্বামী ( পরিচয় অপ্রকাশিত ) অপহরণকারীদের সঙ্গে বচসাও বাধিয়েছিলেন | টাকার দাবি কীভাবে করা হয় সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি | সুজানার স্বামী একটি অ্যালুমিনিয়াম কোম্পানির মালিক |
সম্প্রতি কোটজাকোলকোস অঞ্চলের অপহরণের ঘটনা খুবই বেড়ে গিয়েছে | ২০১৮ সালে মোট ৪৯ টি অপহরণের ঘটনা ঘটেছে | যেই জায়গাটির জনসংখ্যা এত কম সেখানে এত বেশি অপহরণের ঘটনা ঘটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে সংশয় |