সাতাশ বছর বয়সী এক তরুণকে ধর্ষণকাণ্ডে সম্প্রতি মুক্তি দিয়েছে হিমাচল প্রদেশ হাইকোর্ট | জেলমুক্ত তরুণ একটি পত্রিকা প্রকাশ করেছে | কম্পিটিশন কম্প্যানিয়ন নামে ওই পত্রিকা মাসে একটি করে সংখ্যা বের হচ্ছে | সাহায্য করবে প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীদের |
সিমলা জেলার মান্ধোল গ্রামের বিক্রম সিং খিমটা দু বছর কারাদণ্ডে দণ্ডিত হন | জানিয়েছেন‚ দেশের আইন ব্যবস্থার উপরে তাঁর আস্থা ছিল | নিশ্চিত ছিল‚ একদিন সত্যি সামনে আসবে | নিম্ন আদালতের রায়ে সাজাপ্রাপ্ত বিক্রম পরে আবেদন করেন হাইকোর্টে |
দু বছর ধরে জেলে বসেই সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছিলেন বিক্রম | তাঁর বক্তব্য‚ কারাগার কর্তৃপক্ষ সাহায্য করেছেন প্রস্তুতি এবং পত্রিকা প্রকাশে | কারা বিভাগের উচ্চপদস্থ কর্তাদের তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন |
শুধু সমাজের মূলস্রোতে ফেরাই নয়‚ জেলমুক্ত বিক্রম চান সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে | সেইসঙ্গে সাহায্য করতে চান তাঁর মতো বাকি পরীক্ষার্থীদেরও | আরও ইচ্ছে হল‚ সমাজকে মাদকমুক্ত করা | কারণ জেলের দু বছর বিক্রমকে শিখিয়েছে‚ বেশিরভাগ অপরাধের মূল উৎস হল মাদকাসক্তি |
বিক্রমের এই চিন্তাভাবনায় খুশি কারাকর্তারাও | তাঁরা জানিয়েছেন জেলবন্দিদের সুযোগ সুবিধে দেওয়ার আরও সুবন্দোবস্ত করা হবে | বিক্রমের ইচ্ছেপূরণে তাঁকে সরবরাহ করা হয়েছে যথেষ্ট পরিমাণে পত্রিকা‚ সংবাদপত্র ও অন্যান্য বইপত্র | ভবিষ্যতেও বিক্রমের সমাজকল্যাণের সদিচ্ছায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন কারাকর্তারা |
