এই প্রচন্ড গরমে সুস্থ থাকুন প্রচুর পরিমাণে জল ও নানা ধরনের শরবত খেয়ে। কাঁচা আমের মোহিতো খেয়ে দেখতে পারেন। এই উপকরণ দিয়ে ৫ গ্লাস মোহিতো তৈরি করতে পারবেন।
উপকরণ :
কাঁচা আম – ১/২ টা ( অর্ধেকটা বাটা, অর্ধেকটা পাতলা ফালি করা)
নুন স্বাদমতো
চিনি – ৪ টেবিল চামচ
পাতিলেবু -১ টা
পুদিনাপাতা – ১৫-২০ টা
ক্লাব সোডা – ১ লিটার
প্রণালী :
একটা হামানদিস্তায় অর্ধেকটা পাতিলেবু ও পুদিনা পাতা গুলো থেঁতো করে রাখুন। এবার একটাবড় পাত্রে বাটা আম, নুন, চিনি, থেঁতো করা লেবু ও পুদিনা পাতা ২ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পাঁচটা গ্লাসে ঢেলে দিন। বরফ, সোডা ও ফালি করা আম মেশান। আপনার গরমের দিনের মুশকিল আসান মোহিতো তৈরি।